| |
               

মূল পাতা রাজনীতি অগ্নিকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নিতে হবে : খেলাফত আন্দোলন


অগ্নিকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নিতে হবে : খেলাফত আন্দোলন


রহমত নিউজ     19 October, 2025     08:21 PM    


রাজধানীর মিরপুর, চট্টগ্রাম ও ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলন।

রোববার (১৯ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী উদ্বোগ প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি বলেন, বিমানবন্দরের কার্গো ভিলেজের আমদানি সেকশনের বিদেশি কুরিয়ার সার্ভিসের কার্গো শাখাসহ দেশের বিভিন্ন স্থানে পরপর আগুন লাগা নিছক দুর্ঘটনা নাকি নাশকতা সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এর প্রকৃত কারণ খোঁজে বের করতে হবে। বিশেষজ্ঞদের মতে সম্প্রতি অগ্নিকাণ্ডে শতশত কোটি টাকার সম্পদ আগুনে পুড়ে গেছে।

তিনি বলেন, পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত।

অন্তর্বর্তীকালীন সরকারের উচিত দেশের সকল গুরুত্বপূর্ণ পদ থেকে পতিত সরকারের নিয়োগপ্রাপ্তদের ছাঁটাই করে দেশপ্রেমিক যোগ্য লোক নিয়োগ দেয়া। অপরাধীদের বিচার এবং প্রয়োজনীয় সংস্কার ব্যতীত সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। দেশ থেকে ঘুষ-দুর্নীতি চুরি- ছিনতাই, ডাকাতি, যিনা ব্যভিচারসহ সবধরণের অপরাধ নির্মূলে সরকারকে আরো কঠোর হতে হবে।